নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের চাষাড়া সমবায় মার্কেটে ইভটিজিং এর অভিযোগ পাওয়া গেছে। ঈদকে সামনে রেখে সরগরম এ মার্কেটটি। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু বখাটেরা নারীদেরকে উক্তক্ত করার কাজে লিপ্ত হয়েছে। পহেলা জুন শুক্রবার রাত ৮ টায় এক নারির সাথে এমনই এক ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শি এক নারী অভিযোগ করে বলেন, সমবায় মার্কেটের প্রথম গলিতে (বধূ সাজে) নামের শাড়ীর দোকানের সামনে কিছু বখাটেরা প্রতিনিয়তই এমন কেরে যাচ্ছে। ঘটনার দিন শাড়ীর দোকানের সামনে দিয়ে উপরে উঠতে যাবো, এমন সময় ঐ দোকানের সামনে দিয়ে এক আপু যাচ্ছিলো (যথেষ্ট পর্দা করা ছিল ওনার, শুধু ফেসটা খোলা ছিল)। ঐ আপুকে দেখে (বধূ সাজে) নামক শাড়ীর দোকানের বয়সে বড়-ছোট ৩-৪ জন কর্মচারীরা তাকে অনেক বাজে কথা বলে টিজ করে। উনি হয়ত খেয়াল করেনি বা খেয়াল করেও ঐদিকে তাকায়নি কিন্তু আমি স্পষ্ট শুনেছি।
তিনি আরোও বলেন, আমি এখন পর্যন্ত প্রায় যতবারই ঐ মার্কেটে গিয়েছি ততবারই দেখেছি এ দোকান থেকে মেয়েদের এমনভাবে টিজ করতে। খোজ নিয়ে জানা গেছে যে ওই দোকান থেকে প্রায় অনেক নারী এমন ইভটিজিং এর শিকার হয়েছে। তারা প্রতিবাদ করতে গেলে উল্টো তাদের কে ভিবিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি প্রদান করেছে।
এ বিষয়ে ইভটিজিং এর শিকার ওই নারী নারায়ণগঞ্জ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, এবং এমন ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেছেন।