স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া স্বামি গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) :  ফতুল্লায় স্ত্রী কল্পনা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যাওয়ার ৭ মাস পর রাজমিস্ত্রী স্বামী সুমন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই দিদারুল আলম মামলার বরাত দিয়ে বলেন, নাটোর জেলার বাগাতিপাড়া থানার মারিয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে কল্পনা খাতুনকে (২০) ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী নওগাঁ জেলার মহাদেবপুর থানার হর্ষি দেওয়ানপাড়া গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সুমন ইসলামে (২৫) কাছে বিয়ে দেয়। বিয়ের পর থেকে এক লাখ টাকা যৌতুক দাবী করে আসছে সুমন।

উল্লেখ্য, দাবীতৃক যৌতুকের টাকা না পেয়ে গত ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে কল্পনা খাতুনকে ফতুল্লার ঢালীপাড়া ছোটপাকাপুল এলাকায় লাল মিয়ার বাড়িতে নিয়ে আসে। এখানে পূর্বপরিকল্পনায় সুমন তার বাবা মোকলেছুর রহমান তার মা শিরিন বেগম, ছোট ভাই শাকিল আত্মীয় আব্দুল কুদ্দুস ও স্বপন মিয়া মিলে ওই বছরের ২৪ অক্টোবর রাতে কল্পনা খাতুনকে মারপিটের পর শ্বাসরোধে হত্যা শেষে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এঘটনায় নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে ৬ জনের নামে মামলা করেছেন।

 

add-content

আরও খবর

পঠিত