ডিবি পুলিশ হত্যার আসামির বাড়ি থেকে ধারালো অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ঢাকা মেট্রোপলিটন (ডিবি) পুলিশের কাউন্টার টেরিরোজম ইউনিটের সদস্য রুবেল মাহমুদ সুমন হত্যা মামলায় গ্রেফতার হওয়া অন্যতম আসামি আনোয়ারের বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ।

সে ওই এলাকার বারেকের ছেলে। তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার তার নিজ বাড়ি কালাপাহাড়িয়ায় ডিবির এসআই মিজানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে আনোয়ার পুলিশের কাছে আত্মসর্পণ করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে স্থানীয় একটি কোরবানির হাটের হাসিলের টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে ২০১৭ সালের প্রহেলা সেপ্টম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুপ মিয়ার বাড়িতে প্রায় অর্ধশতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় গুলি ও ধাঁরালো অস্ত্রের উপযুপরি আঘাতে নিহত হন ঈদের ছুঁটিতে বাড়িতে আসা ঢাকা ডিবি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কনস্টেবল রুবেল। এ ঘটনায় নিহতের ভাই কামাল হোসেন বাদী হয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩২ জনের নাম উল্লেখ্য করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

add-content

আরও খবর

পঠিত