বন্দরে সাউদ ডকইয়ার্ডে বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিআইডব্লিউটি কর্তৃপক্ষ শীতলক্ষা নদীর পূর্বপাড়ের কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বুধবার ( ২২ মে ) সকাল ১১টায় বন্দর রুপালী ও বন্দর ১নং খেয়াঘাটস্থ সাউদ ডকইয়ার্ডে এ  উচ্ছেদ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিওটি বন্দর কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেনসহ সঙ্গীয় র্ফোস।

উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম বানু শান্তি জানান, বেআইনি ভাবে সাউদ ডকইয়ার্ড কর্তৃপক্ষ বিআইডব্লিওটি জায়গা দখল করে ডকইয়ার্ড স্থাপন করে। এই প্রতিষ্ঠানকে  মোবাইল র্কোটের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সেই সাথে বন্দর রুপালী এলাকায় বিআইডব্লিউটি জায়গা দখল করে অবৈধভাবে ইট বালু ব্যবসার অপরাধে বিভিন্ন ইটবালু ব্যবসায়ী ইটবালু জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত জব্দকৃত ইটবালু প্রকাশ্যে নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারী কোষাগারে জমা রাখা হবে বলে জানা যায়।

add-content

আরও খবর

পঠিত