নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এমডি. অনিক, বন্দর ) : মেয়র ডা. সেলিনা হায়াত আইভি বলেছেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমি কোন দল মত দেখিনা। যেখানে যা প্রয়োজন আমি সেখানে তাই করি। বন্দরে ঐতিহ্যবাহী সিরাজদৌল্লা ক্লাব নিয়ে একটি পরিকল্পনা আছে। এখানে একটি বদ্ধভূমি রয়েছে। তার সাথে শহীদ সোহরাওয়ার্দী ক্লাব ও বন্দরে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে। আমি অবহেলিত বন্দরবাসীর জন্য কাজ করছি।
মঙ্গলবার সকাল ১১টায় বন্দর শহীদ সোহরাওয়ার্দী ক্লাবসহ কেন্দ্রীয় শহীদ মিনার ও সিরাজদৌল্লা ক্লাব নির্মান কাজের শুভ উদ্ধোধন অনুষ্ঠান পূর্বে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি কিভাবে দেওভোগ এলাকার ন্যাশনাল ক্লাবটিকে ভেঙ্গে দিয়েছি। এ ছাড়াও ২নং বাবুরাইল জনকল্যান ক্লাবটি ভেঙ্গে দেওয়া হয়েছে। আমি এতটুকু ছাড়া দেয়নি। আমি তাদের কোন প্রকার সহযোগীতা করিনি। তারপরও তারা নিজ উদ্যোগে ক্লাব নির্মান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান, শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার সরদার, সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ ছিদ্দিকি বাবু,সিরাজদৌল্লা ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম পল্টু, সাধারন সম্পাদক নিয়ামত উল্ল্যাহ, ডেপুটি কমান্ডার কাজী নাসির, বীরমুক্তিযোদ্ধা মোশারফ খান, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু, বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিনসহ স্থানীয় এলাকার শতশত গন্যমান্য ব্যাক্তিবর্গ।