বন্দরে দ্বিতল ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে একটি দ্বিতল ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার ১২টায় বন্দর র‌্যালী আবাসিক এলাকার সাঈদ মিয়ার বাড়ীতে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর র‌্যালী আবাসিক এলাকার কতিপয় ভবন মালিক সাঈদ মিয়া নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নাম ভাংগিয়ে, র্দীঘ দিন ধরে দ্বিতল ভবনের কয়েকটি ফ্লাটে ৮টি অবৈধ গ্যাসের চুলা স্থাপন করে, বিনা বিলে গ্যাস ব্যবহার করে আসচ্ছে। এতে করে সরকার তার রাজস্ব হারাচ্ছে। অবৈধ গ্যাস সংযোগকারী সাঈদ মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে গনমাধ্যমের সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করে।

এ ব্যাপারে মহানগর শ্রমিকলীগের সভাপতি ও সিবিএ নেতা আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের সাথে আলাপকালে তিনি জানান, আমার নাম ব্যবহার করে অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি জানতে পেরে আমি সাথে সাথে তিতাস কর্তৃপক্ষকে অবগত করি। এবং তাৎক্ষনিক তিতাস কর্তৃপক্ষকে দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি।

add-content

আরও খবর

পঠিত