নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে সর্বপ্রথম পৌরসভা আওতাধীণ ঘনবসতি প্রাচীন রাস্তাটি এখন যেন জন দূর্ভোগের প্রধাণ কারন হয়ে দাড়িয়েছে। জলাবদ্ধতা আর দূর্ভোগের শিকার এ এলাকাটি হচ্ছে ২১নং ওয়ার্ডস্থ পশ্চিম শাহী মসজিদ পুকুরপাড় সংলগ্ন বাংলাদেশ পাড়া নামে সু-পরিচিত। দুই যুগ পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বন্দরের বাংলাদেশ পাড়ায়।
তথ্য সুত্রে জানা গেছে,নাসিক ২১নং ওয়ার্ডের পশ্চিম শাহীমসজিদ পুকুরপাড় সংলগ্ন বাংলাদেশ পাড়ায় প্রায় দু’শতাধিক পরিবার বসবাস করে। এ এলাকায় অনেক উল্লেখযোগ্য পরিবার যথাক্রমে নাগরিক কমিটির নেতা এবি ছিদ্দিক,সাবেক শিক্ষা অফিসার শাহাবুদ্দিন মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার,কামরুল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক গুনিজন এই এলাকায় বসবাস করলেও ৩০ বছরেও এই এলাকার রাস্তার উন্নয়ণ হয়নি।
সাবেক পৌর চেয়ারম্যান নাজিম উদ্দিন মাহমুদ শাষনামলে এ রাস্তাটি ইট দিয়ে নির্মাণ করার দীর্ঘ দুই যুগেরও অধিক সময় পেড়িয়ে গেলেও রাস্তার ভাগ্যের উন্নয়ণ আর সম্ভব হয়নি। এ রাস্তার বিভিন্ন স্থানে খানা খন্দকে একাকার হয়ে আছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এ রাস্তার নাজুক অবস্থার সাথে সংগ্রাম করে আসছে। দূর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এই এলাকার মানুষের। স্থানীয় কাউন্সিলর হান্নান সরকারকে একাধিকবার বলেও কোন সমাধাণ পাচ্ছেনা এলাকাবাসী।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনৈক জানান,পশ্চিম শাহীমসজিদ সংলঘœ বাংলাদেশ পাড়া রাস্তাটি খুবই নাজুক। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির কোন উন্নয়নের ছোয়া লাগেনা। কেননা,সিটি কর্পোরেশনের পর পর দুই দুই বার নির্বাচিত কাউন্সিলর হান্নান সরকার বিএনপি লোক বলে কথা। আর এই এলাকাতে বেশিরভাগ লোক আওয়ামীলীগ পরিবার হওয়াতে কৌশলে এ এলাকার কোন উন্নয়ণ করা হয়নি। ২১নং ওয়ার্ডের এমন কোন এলাকা নেই যেখানে উন্নয়ণ হয়নি শুধু বাংলাদেশ পাড়া এলাকাতেই কাউন্সিলরের বিষাদগার আচরন প্রতিফলিত হচ্ছে তার দলীয় কৌশলগত কারনে। অথচ এই এলাকা থেকে তিনি প্রচুর ভোট পেয়েছেন। বাংলাদেশপাড়া রাস্তাটি ১০ফিট প্রশস্তসহ সংস্কারের টেন্ডার হলেও রহস্যজনক কারনে তা থমকে আছে।
আমরা জানি মেয়র সেলিনা হায়াত আইভি আলী আহাম্মদ চুনকার মেয়ে। তিনি ইতিপূর্বে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে সাহসীকতার পরিচয় দিয়েছেন। তিনি মেয়র হবার পর পরই বিভিন্ন রাস্তা,ঘাট,ড্রেন,ব্রিজ,কালভার্ট নির্মানে যে উন্নয়নের নজির দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার। ইতিমধ্যে তিনি মাইলফলক উন্নয়ণ কর্মকান্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
দীর্ঘদিনের উন্নয়ণ বঞ্চিত বাংলাদেশ পাড়া রাস্তাটি জনদূর্ভোগ লাঘবে দ্রুত সংস্করণ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভির দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।