নেট দুনিয়ায় অজয় দেবগণের মৃত্যু সংবাদ!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সম্প্রতি নেট দুনিয়ায় বলিউডের সুপারস্টার অজয় দেবগণের মৃত্যু সংবাদ প্রকাশ পায়। এতে বলিউডসহ ভারত জুড়ে হইচই পড়ে যায়। মহাবালেশ্বেরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অজয়, এমনটাই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়্যাটসঅ্যাপে।

এ প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হোয়্যাটঅ্যাপের ওই বার্তায় বলা হয়েছিলো মহাবালেশ্বরের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেই হেলিকপ্টারে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ। মহাবালেশ্বর পুলিশ স্টেশনের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ওই সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দেন, যদি এমন কিছু ঘটত, তাহলে তাঁরা অবশ্যই জানতে পারতেন। তিনি জানান, আমরা বিষয়টি চেক করে দেখেছি। এমন কোনও ঘটনাই ঘটেনি।

হোয়্যাটসঅ্যাপে যে মেসেজ ভাইরাল হয় তা নিছক গুজব। তবে বারবার সর্তক করা সত্ত্বেও অজয় দেবগণের মৃত্যুর এই গুজব শেয়ার দিতে থাকে নেটিজেনরা।

add-content

আরও খবর

পঠিত