নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, অনেক ত্যাগী নেতা আছেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে একজন হলেন সাহাবুদ্দিন চাচা। এ সমস্ত লোকরা সহজে আসে না। এরা চাওয়া-পাওয়ার জন্য আসে নাই। এরা আসলেই বঙ্গবন্ধুকে ভলোবাসতেন। এদেশকে ভালোবাসতেন। আর আমরা হইয়া গেছি ধান্দাবাজ। পাইলে ভালোবসি, না পাইলে গাইল দেই। আমাদের চরিত্র এমন হইয়া গেছে। মরার আগ পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষতায় রাখার জন্য যা করার সব কিছু করবো।
মঙ্গলবার (১৫ মে) বিকালে ৮নং গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সদর থানা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মন্ডলের স্মরণ সভাতে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক হাবীবুর রহমান হাবীব, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সদর থানা যুবলীগের সভাপতি সালাউদ্দিনসহ প্রমুখ।
শামীম ওসমান আরো বলেন, নেতাকর্মীদের ভালোবসি বলেই টিকে আছি। সাহাবুদ্দিন সাহেবরে আমি কাকা ডাকতাম। আমার ভোটের দিন পিছে তাকাইয়া দেখি কেউ নাই কিন্তু একটা লোক আমার পিছে দাড়াইয়া আছে। সে হচ্ছে আহম্মেদ চাচা (সাহাবুদ্দিন)। যেভাবে আমার বাবা দাঁড়ায়ে থাকতেন সেভাবে তিনি দাঁড়ায়ে আছেন। এ সমস্ত লোকেরা সহজে আসে না। কাকার এলাকার রাস্তা আমি ঠিক করবো। জনপ্রতিনিধি হিসেবে নয়, ভাতিজা হিসেবে করবো।