উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : ঢাকা সিলেট হাইওয়ের পাশে আড়াইহাজারের বান্টিবাজার এলাকায় ১৩ মে রবিবার উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ভবন নির্মাণ করা হচ্ছে। পরে রুপগঞ্জ ও আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

জানা গেছে, কেশাব মৌজায় স্থানীয় কাপড় ব্যবসায়ী সাড়ে ৯ শতাংশ জমি ক্রয় করেন। একই জমি স্থানীয় মোমেনগংয়েরা দাবী করে আসছেন।

তাজুল ইসলাম জানান, তার ক্রয়কৃত জমির ওপর সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন নিশেধাজ্ঞার আদের্শ দিয়ে একটি রুল জারি করেন। যাহান নং-১৭৭/১৭ইং। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে মোমেনগংয়েরা জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন।

এদিকে রুপগঞ্জ থানার ওসি তদন্ত শফিউল আজম জানান, রুপগঞ্জ ও আড়াইহাজার থানার সীমান্তবর্তী এলাকায় বান্টি বাজারে মহামান্য সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ করা হচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

add-content

আরও খবর

পঠিত