নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে ল্যাকটেটিন মাদার ভাতা (পুষ্টি ভাতা) এর কার্ড বিতরণ করা হয়। সোমবার (০৬ই মে) বিকাল ৪.০০ টায় ১৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় হতে ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার থেকে ৩৫ জন মায়েদের ল্যাকটেটিন মাদার ভাতার কার্ড বিতরণ করা হয়। প্রত্যেক জন ভাতাভোগী চার কিস্তিতে মোট ১২,০০০/- টাকা পাবেন। নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কারাগারে থাকায় তার পক্ষে তার সহধর্মীনি আফরোজা খন্দকার লুনা ল্যাকটেটিন মাদার ভাতার কার্ড বিতরণ করেন।
এ সময় উপস্থিত লুনা বলেন, সকলকে বলেন আপনারা জানেন যে আপনাদের কাউন্সিলরকে আজ বিনা দোষো জেল খাটতে হচ্ছে, আজ হয়তো তার এখানে থাকার কথা ছিল। আমি গতকাল তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে বলেন তার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাতে ও এই পুষ্টি ভাতার টাকা যেন বাচ্চাদের প্রতি ব্যবহার করা হয়, কেউ যেন এই টাকা অন্য কোন কাজে ব্যবহার না করেন। এবং তার জন্য দোয়া করতে বলেছেন। তিনি খুব শীগ্রই আপনাদের মাঝে ফিরে আসবেন এবং যে কোন সমস্যা ও নাগরিক সেবার জন্য ১৩নং ওয়ার্ডের সচিব আলী সাবাব টিপু এর সাথে যোগাযোগ করবেন।