নারায়ণগঞ্জ কলেজের নতুন ভবনে কাজের পরিদর্শনে সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ কলেজের নির্মানাধীন নতুন ১০তলা ভবনের নির্মান কাজের পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পরিদর্শনে তিনি সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কাজে আরো গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে নির্মান শ্রমিকের জনবল বৃদ্ধির পরামর্শ দিয়ে আগামী জুলাই মাসের মধ্যে ১০ তলা ভবনের ৮তলা পর্যন্ত সম্পন্ন নিমার্ন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

শনিবার ৫ মে দুপুর সাড়ে ১২টায় এমপি সেলিম ওসমান কলেজের নির্মান কাজের পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, পরিচালনা কমিটির সদস্য কামরুল হাসান মুন্না।

কাজের পরিদর্শন শেষে কলেজের পরিচালনা কমিটির সভাকক্ষে এমপি সেলিম ওসমানের সভাপতিত্বে পরিচালনা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সম্মুখভাগের জায়গায় সরকারী অর্থায়নে নতুন আরেকটি ভবন নির্মানের ব্যাপারে আলোচনা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত