নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : চিন্তাবিদ অনুপ্রেরণার উৎস মহামতি কার্ল মার্কস-এর দ্বিশততম জন্মদিবস উপলক্ষে শুক্রবার বিকালে চাষাড়াস্থ শহীদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক বলেছেন, যতদিন বিশ্বে সমাজ থাকবে, সভ্যতা থাকবে, মানুষ থাকবে ততদিনই কার্ল মার্কস এবং মার্কসবাদের প্রাসঙ্গিকতা অটুট থাকবে।
তিনি বলেন, যখন গোটা দুনিয়ায় শ্রমজীবী মানুষের ওপর জুলুম, অত্যাচার, শোষণ বেড়ে চলেছে, সমাজে স¤পদের বৈষম্য বৃদ্ধি ঘটছে তখন মার্কসবাদের প্রাসঙ্গিকতা আরও বাড়ছে।
তিনি আরও বললেন, বিশ্বের কিছু অংশে দক্ষিণপন্থী রাজনীতির বাড়বৃদ্ধিতে কেউ কেউ মনে করছে মার্কসবাদ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে দুনিয়ার সর্বত্র অত্যাচার ও বৈষম্য বাড়ার সঙ্গে সঙ্গেই মার্কসবাদের প্রাসঙ্গিকতাও ক্রমান্বয়ে বেড়েই চলেছে।
বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য শ্রমিকনেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, পুঁজিবাদী সংকটের মধ্যে দাঁড়িয়ে আমাদের একমাত্র পথ দেখাতে পারে মার্কসবাদ। মার্কসবাদ কোন আপ্তবাক্য নয়। সমাজ বিপ্লবের প্রশ্নে প্রয়োগের বিদ্যা হলো মার্কসবাদ। ১৯১৭ সালের রুশ বিপ্লবের মধ্যো দিয়ে এটা সন্দেহাতিত ভাবে প্রমানীত হয়ে গেছে যে আগামী বিশ্ব হবে সমাজতন্ত্রের। এবং বিপ্লবের নেতৃত্ব দিয়ে শ্রমিকশ্রেনী। তাই যারা শ্রমিকশ্রেনীর নেতৃত্বে বিশ্বাসী নয়, সমাজ বদলে আগ্রহী নন, সমাজকে শোষণমুক্ত করার লক্ষ্যে তৎপর নন তাঁরা প্রকৃত অর্থে মার্কসবাদীতো দুরের কথা প্রগতিশীলও নন।
মানুষের উপর মানুষের শোষণ, বঞ্চনার অবসান ঘটিয়ে পৃথিবীর বুকেই স্বর্গ রচনার স্বপ্নদ্রষ্টা, মহান শিক্ষক, পথপ্রদর্শক, চিন্তাবিদ অনুপ্রেরণার উৎস মহামতি কার্ল মার্কস-এর দ্বিশততম জন্মদিবস উপলক্ষে চাষাড়াস্থ শহীদ মিনারে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয়।
বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল আলম নাননু এর সভাপতিত্বে শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন, টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক হাবিবুর রহমান আঙ্গুরসহ জেলাস্থ অপরাপর শ্রমিক নেতৃবৃন্দ।