নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হাসেম ফুডস নামে একটি শিল্পপ্রতিষ্ঠানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় ঐ শিল্পপ্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন কারখানা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ জানায়, সোমবার রাত ১ টার দিকে প্রতিষ্ঠানটির প্যাকেজিং গোডাউন থেকে হঠাৎ আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পরে। এসময় মিলের শ্রমিকরা ছুটাছুটি করে কারখানা থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তাৎক্ষনিক ভাবে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আশ-পাশের শিল্প প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঢাকা হেডকোয়ার্টার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৮/৯ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কারখানার প্রধান ভবনসহ কেমিক্যাল, প্যাকেজিং ও ফুডসের কাচাঁমাল, ১২টি কম্পিউটার ও প্রয়োজণীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঢাকা হেড কোয়ার্টার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে।
হাশেম ফুডস লিমিটেডের ডি.জি.এম মামুন-উর-রশিদ জানান, আগুনে মিলের প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।