নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনায় নম পার্কে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন নম পার্ক কর্তৃপক্ষ । মঙ্গলবার ১লা মে  বাদ আছর ফতুল্লাস্থ ওসমানী স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নম পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ নিজামের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিটন প্রমুখ ।

এ সময় প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও ওসমান পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফেরদাউস রহমান ।

add-content

আরও খবর

পঠিত