শ্র‌মি‌কেরা ঐক্যবদ্ধ থাক‌লে কোন বাধাঁই বাধা নয় : রা‌ব্বি মিয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে পহেলা মে মঙ্গলবার সকাল ৯টায় নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাইন উদ্দিন আহমেদ বাবুল, জেলা ও মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ গোলাম কাদির, জেলা মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক উমাইয়া বেগম সুমি, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মুন্না, জাতীয় শ্রমিক পার্টির সহ-সভাপতি আবুল খাঁয়ের ভুঁইয়া প্রমুখ।

সভায় শ্রমিক ও মালিক প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ ও নারায়ণগঞ্জ বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোঃ হুমায়ুন কবীর খান শিল্পী।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, শ্রমিকের ঐক্যবদ্ধ থাকলে কোন বাঁধাই বাধা নয়। মুক্তিযোদ্ধারা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আর আপনারা প্রতিনিয়ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা হচ্ছেন দেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা।

তিনি আরো বলেন, আমরা শুধুমাত্র সরকারি চাকুরী করতে এখানে আসিনি, এসেছি এই জেলার সকল মানুষের সার্বিক উন্নয়নের জন্যে। এই বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে ২০২১ সালের ভেতর মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের ভেতর উন্নত রাষ্ট্র্রে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। আমরা যারা শ্রমিক আছি, আমরা আমাদের মেধা দক্ষতা দিয়ে একসময় মাঝারি ক্ষদ্র ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক হবো, আর বিদেশ থেকে শ্রমিকেরা আমাদের দেশে কাজ করতে আসবে।

এ ছাড়াও তিনি শ্রমিকদের দাবির বিষয়ে বলেন, আপনাদের সকল দাবি দাওয়া আমাকে জানান, আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করতে সচেষ্ট থাকব। অনুগ্রহ করে ভাংচুর রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিবেন না। কারন এই দেশ আপনাদের আর এর সৌন্দর্য নষ্ট করলে আপনারই ক্ষতি। টাকা পয়সা আর সুখ এক জিনিস নয়। অনেকে প্রচুর সম্পদশালী হয়েও শান্তিতে নেই। আর কেউ কেউ গরীব হয়েও আরামে ঘুমাতে পারে। আপনারা আপনাদের সন্তানকে সৎ মানুষে পরিনত করুন। মাদক, জঙ্গিবাদ থেকে তাদের দূরে রাখুন। এতে করে আপনাদের ঘর যেমন শান্তি আসবে তেমনি সমাজে আইনশৃঙ্খলা ভালো থাকবে।

add-content

আরও খবর

পঠিত