নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিনোদন ডেস্ক ) : তারকাদের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘটনা নতুন কিছু নয়। একই সঙ্গে নেতা এবং অভিনেতা এমন তারকাও আছে অনেক। তবে ফেসবুকে গত কয়েকদিন ধরে অভিনেত্রী ফারহানা মিলি, অভিনেতা মির সাব্বির এবং ফজলুর রহমান বাবুর ছবি সম্বলিত কতগুলো পোস্টার ঘুরছে।
তাদের প্রত্যেকেই কালীগঞ্জ উপজেলার ৮ নম্বর নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী। পোস্টারে অভিনেত্রী ফারহানা মিলির মার্কা আনারস, অভিনেতা ফজলুর রহমান বাবুর তাল গাছ, মীর সাব্বিরের মুরগী। তবে তাদের বাস্তবের নামের সঙ্গে পোস্টারের নামের কোন মিল নেই।
আর রহস্যটা সেখানেই। তবে এ রহস্যের উত্তর মিলেছে নাট্যপরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামুলের কাছ থেকে যার ফেসবুকেই ছবিগুলো প্রথম আপলোড করা হয়।
জানা গেছে, নাঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত কাগজের ফুল নামে একটি নাটকের একটি ঘটনাপ্রবাহের ফলাফল এটি।
কাগজের ফুল ধারাবাহিকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
সূত্র : সময়