ব্রক্ষ্মপুত্র পুত্র নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্কুলের প্রভাতী শাখা ছুটির পর বাড়ীতে না জানিয়ে বন্ধুদের সাথে কাইকাটেক বক্ষ্ণপুত্র পুত্র নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্র আদনান সারোয়ার(১৪) মৃত্যু হয়েছে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন )। বুধবার বাদ মাগরিব কিল্লা শাহী মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর নাসিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

২৫ এপ্রিল  দুপুর ১২  টায় স্কুল ছুটির পর ৭/৮জন বন্ধুদের সাথে কাইকারটেক  ব্রক্ষ্ণপুত্র নদীতে গোসল করতে যায় সরকারী আইইটি হাই স্কুলের ৮ ম শ্রেণির ছাত্র আদনান। ব্রীজের নীচে নদীতে নেমে সাতার কাটার এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় আদনান। সাথে থাকা ইসতিয়াক, সিফাত, শুভ সহ বন্ধুরা আদনানকে উদ্ধার করতে না পেরে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আদনান উদ্ধার করে নদীর তীরে থাকা স্কুল ব্যাগে থাকা মোবাইল নাম্বারে ফোন করলে আদনানের স্বজনরা আদনানকে খানপুর ৩ শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এদিকে বিএনপি নেতা সারোয়ার মুজাহিদ মুকুলের আদনানের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন সাবেক এমপি এ্যাড.আবুল কালাম,ফখরুল ইসলাম মজনু,কাউন্সিলর ঝমশের আলী ঝন্টু,কাউন্সিলর শওকত হাসেম শকু,এ্যাড:আবু আল ইউসুফ খান টিপু আওলাদ হোসেন,ফারুক হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ।

আদনানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সরকার আলম,জয়নাল আবেদিন,মাসুদ রানা,সাজ্জাদ হোসেন রোকন,বরকত,মুকুল, মনির সরদার,ইছাল উদ্দিন,শামীম, ফিরোজ,বদরুল,জান,সোহাগ,রতন,মনিরুল ইসলাম সজল,অহিদুল ইসলাম ছক্কু, আ: হালিমসহ প্রমুখ।

উল্লেখ্য, সারোয়ার মুজাহিদ মুকুল ২ সন্তানের জনক।বড় মেয়ে অর্নাস পড়ুয়া ছাত্রী।আদনান ছিল সকলের আদরের।আদনানের মৃত্যুতে পরিবারে ও নগর খানপুরে শোকের মাতম চলছে।

add-content

আরও খবর

পঠিত