ফতুল্লায় ৪২ লাখ টাকার জাল নোট ও তৈরীর সরঞ্জাম সহ আটক ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  ফতুল্লায় জাল টাকা তৈরীর সরঞ্জাম সহ দুইজনকে আটকে করেছে র‌্যাব-২ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলো মামুন ইসলাম (২১), কমল বেগম (৩২)। তাদের বাড়ি বাগেরহাট জেলায়। ২৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণ সস্তাপুর এলাকার বাইতুল মনির সড়কের খান মঞ্জিলের ষষ্ঠ তলায় এ অভিযানটি পরিচালিত হয়। তারা দুইজন নিজেদের ভাই বোন পরিচয়দানকারী জাল টাকা তৈরী চক্রের সক্রিয় সদস্য।ফতুল্লায় জাল টাকা তৈরীর কারখানায় র‌্যাব-২ অভিযান, আটক ২

এ ব্যাপারে র‌্যাব-২ এর এএসপি শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এসময় দুইজনকে আটক করা হলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে চক্রের আরো কয়েকজন সদস্য। প্রতারকেরা ওই জাল নোটগুলো ঢাকা ও এর আশে পাশের শহর এবং এলাকাগুলোতে সরবরাহ করতো।

এ চক্রের অন্য সদস্যদের আটকের অভিযান অব্যাহত আছে। আর আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ঘর থেকে ৫০০ ও ১০০০ হাজার টাকার আকৃতির প্রায় ৪২ লাখ টাকার জাল নোট, ৫টি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি প্রিন্টার ড্রাই প্লেট, জাল নোট তৈরি ২টি ফ্রেম ও জাল নোটের কাগজ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় আইনত ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত