নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৯০ হাজার ১৫০ পিছ ইয়াবাসহ তিন ইয়াবা স¤্রাটকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ান ব্যাব -২ এর সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন টোল প্লাজার কাছে মায়ারবাড়ি বাস ষ্ট্যান্ড থেকে ইয়াবা ও তিন মাদক স¤্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মিস্ত্রীপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে কাউছার, চট্রগ্রাম জেলার বাকলিয়া থানার চকবাজার বিএড কলেজ এলাকার সৈয়দ আলমের ছেলে মনোয়ার বিন আলম আবরার ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার আন্দ্রা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল রানা।
র্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রমিজউদ্দিনের দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায় গ্রেফতারকৃতরা ধীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কযোগে ময়মনসিংহের বিভিন্ন এলাকার বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর সদস্যরা আগে থেকেই কাঞ্চন মায়ারবাড়ি বাসষ্ট্যান্ডে চেকপোষ্ট বসায়।
ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১৫-২৫০২) বাসটি চট্রগ্রাম হইতে কাঞ্চন মায়ারবাড়ি বাসষ্ট্যান্ডে পৌছালে র্যাব সদস্যরা বাসটির গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে ইয়াবা স¤্রাট কাউছার, মনোয়ার বিন আলম আবরার ও বাসের সুপারভাইজার জুয়েল রানাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৯০ হাজার ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করে। শুক্রবার রাতে র্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রমিজউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।