নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কাশীপুর হাটখোলা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া জানান, সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকায় একজন বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত্যুর ব্যপারে এখনও কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। নিহতের পরনে ছিল লুঙ্গি। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।