নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে বিলাসবহুল একটি ল্যান্ডক্রুজার গাড়ি, ১০ হাজার পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিল পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হলেও দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
আটককৃতরা হলেন, ফতুল্লার কুতুবআইলের মোবারক হোসেন কল্লোলের ছেলে রবিন (৩০), সস্তাপুর লামাপাড়ার বাবুলের ছেলে হাবিব (২২), শিবু মার্কেট এলাকার ফজলুল হকের ছেলে রাসেল (২২) ঢাকার রামপুরার বনশ্রী এলাকার শাহাবুদ্দিনের ছেলে সোহাগ খান (৩৩), ও বন্দর উপজেলার মিনার বাড়ির এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৯)।
অভিযান পরিচালনাকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ফতুল্লা স্টেডিয়াম এলাকার রাস্তায় থাকা একটি বিলাসবহুল ল্যান্ডক্রুজার গাড়িকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয় এবং পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।