নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবীতে রাস্তা বন্ধ করে শ্রমীক নেতা কাউসার আহম্মেদ পলাশের বিক্ষোভ কর্মসূচী পালন। বুধবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে বক্তব্য রেখে রাস্তা বন্ধ করে মিছিল করে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এসময় সাধারণ পথচারীরা চরম ভোগান্তীর শিকার হয়েছেন বলেও জানা যায়।
এসময় শ্রমীক নেতা পলাশ বলেন, আপনারা লিখেছেন আমার বিরুদ্ধে ২১টি মামলা ছিল। না ২৪টি মামলা দায়ের করা হয়েছিল বিএনপির আমলে। ওই মামলার কারনে ফজরের নামাজের সময় র্যাব আমাকে কালো মুখোশ পরিয়ে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমি নাকি চাঁদাবাজি করে পেরাডো গাড়ি কিনেছি। সেটাও মিথ্যা বলা হয়েছে। আমি বাব-দাদার আমল থেকেই ধনী। ওই সময় গাড়িতে চড়ে অব্যস্ত।
আবার লিখেছেন আমি নাকি গুলশান-বনানীতে থাকি। এটাও মিথ্যা। আমি আলীগঞ্জে আমার জন্মস্থানেই থাকি। তবে গুলশান-বনানীতে থাকার ক্ষমতা আমার রয়েছে। কিন্তু শ্রমীকদের কান্না আমি সহ্য করতে পারি না। আর এ কারনেই এলাকায় থাকি। সকল অন্যায়ের বিরুদ্ধে সব সময়ই প্রতিবাদি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। এসময় শ্রমীক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩ এপ্রিল যুগান্তর সহ কয়েকটি পত্রিকায় শ্রমীক নেতা পলাশের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে ৫ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে তিনি কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারা ও মানহানির পৃথক ৫টি মামলা দায়ের করেন।