নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মাসদাইর এলাকায় মেম্বার পদে উপ-নির্বাচনের সময় বাকী আর মাত্র চার দিন। আগামী ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন চলবে। এ নির্বাচনে মোট দুই জন প্রতিদ্বন্ধিতা করছেন। দীর্ঘ দিনের হিসাব নিকাশ করে এবার মধ্য মাসদাইর এলাকাই জনপ্রতিনিধি রাখতে চান। ওয়ার্ড এলাকায় মধ্য মাসদাইর, বাড়ৈভোগ, দক্ষিণ মাসদাইর, ঘোষেরবাগ, চৌধুরীবাড়ী, বটতলা বাসী, দক্ষিণ মাসদাইর মিস্ত্রীবাগ ও গুদারাঘাট এলাকাবাসী জোট বেধেছে বলেই বুঝাযায়।
গতকাল ওয়ার্ড এলাকার ভোলা বাজার এলাকায় দুই প্রার্থী প্রচারনা চালাতে গেলে মুখামুখি হয়। তাদের দু’জনকে কুশল বিনিময় করতে দেখা যায়। যা দেখে ভোটাররা খুশি হন। প্রার্থী ভাষানী প্রধান এক প্রতিক্রিয়ায় বলেন নির্বাচন এবং জনপ্রতিনিধি নির্ধারণ করবেন সাধারণ ভোটাররা, আমরা প্রার্থী মাত্র। আমাদের মধ্যে কোন খারাপ সম্পর্ক নেই। উভয়ের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই জনপ্রতিনিধি হবেন। তবে ভোটাররা যাতে তাদের মূল্যবান ভোট নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই দিকে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করি। যেহেতু এনায়েতনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ০৭ নং ওয়ার্ড, যাহা দীর্ঘদিন অবহেলিত, উন্নয়নহীন। আমি নির্বাচিত হলে উক্ত ওয়ার্ডটিকে মডেল ওয়ার্ডে পরিণত করব। সেই অভিজ্ঞতা আমার রয়েছে।
বিগত দিনে আরও একবার মেম্বার পদে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করেছি। ওয়ার্ড এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মা বোন ও ভাইদের সালাম জানিয়ে আমার প্রতীক “আপেল” মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। উল্লেখ্য দেড় বৎসর পূর্বে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মরহুম আউয়াল মেম্বার নির্বাচিত হয়েছিলেন। তিনি গত চার মাস আগে ইন্তেকাল করেন। উক্ত ওয়ার্ডটিতে জনপ্রতিনিধি শূন্য হওয়ায় নির্বাচন কমিশনকৃত উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে মোট চার জন মনোনয়ন সংগ্রহ করলেও দুই জন নির্বাচন থেকে বিরত থাকেন এবং দক্ষিণ মাসদাইর এলাকার সকলের পরিচিত ও সাবেক মেম্বার ভাষানী প্রধান এবং জাকারিয়া জাকির প্রতিদ্বন্ধিতা করছেন। ভাষানী প্রধানের প্রতীক (মার্কা) আপেল। তিনি সকলের দোয়া ও ভোট কামনা করেছেন।