নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নারায়নগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম ছিলেন একজন অবিসংবাদিত নেতা।আজকে দেশের ক্লান্তিকালে তার যে শূণ্যতা আমরা মর্মে মর্মে উপলদ্ধি করছি।কমান্ডার সিরাজ ভাই এ দেশের মানুষের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ও গনতন্ত্রের জন্যে বাক স্বাধীনতার জন্যে এবং জনগনের মৌলিক অধিকারের জন্যে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন যে স্বপ্ন দেখিয়ে সে গনতন্ত্র.বাক স্বাধীনতা,মৌলিক অধিকার আজ দেশে নাই।
আমরা গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে সফল হতে পারলেই সিরাজ ভাই এর স্বপ্ন পূরন এবং আত্মা শাান্তি পাবে।সাবেক এমপি কমান্ডার সিরাজুল ইসলামের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৩ মার্চ শুক্রবার বাদ জুম্মা শহরের মিশনপাড়ায় কমান্ডার সিরাজ ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের সভানেত্রী শাহিনা ইসলাম মুক্তির আয়োজনে দিনব্যাপি দোয়া,কোরআনখানি শেষে মিলাদ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল,বিএনপি নেতা ফকুরুল ইসলাম মজনু,আঃ হাই রাজু,সহিদুল ইসলাম রিপন মামা,খান আব্দুল কাদির মাহাবুব,মিশনপাড়া পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম,এনামুল হক,প্রদীপ চন্দ্র ধর চন্দন,সাংবাদিক ফারুক আহম্মদ রিপনসহ প্রমুখ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী এবং জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলন মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ যারা গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে লড়াই করতে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে তাদের মুক্তি জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে এটিএম বলেন, নারায়নগঞ্জের বিএনপিকে সুসংগঠিত করতে কমান্ডার সিরাজ ভাই এর মতো একজন অভিভাবক খুবই প্রয়োজন ছিল।কমান্ডার সিরাজের ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মীনা বাজার ও ভূইগড়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে জানিয়ে শাহিনা ইসলাম মুক্তি তার অসুস্থ মায়ের জন্যও সকলের নিকট দোয়া কামনা করেন।