নারায়ণগঞ্জ বার্তা ২৪(স্টাফ রিপোর্টার ): বহু চেষ্টা চালিয়েও বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদ যেন অসম্ভবপর হয়ে পড়েছে। মাঝে মধ্যেই এদের উচ্ছেদে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও অনুপস্থিতিতে ফের চলে হাকরদের ব্যবসা। দীর্ঘ আন্দোলন সংঘাতের পর উপায়ান্তর না পেয়ে বেঁচে থাকার তাগিদে সাপ্তাহিক ছুটির দিনে মালামাল নিয়ে ফুটপাতে বসেও বিক্রির সুযোগ হলো না হকারদের।
শুক্রবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ২নং রেলগেট এলাকা পর্যন্ত দুই পাশের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলে। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা স্বত্তেও বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে বসায় হকারদের উচ্ছেদ করে মালামাল জব্দ করে নিয়ে যান সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) জামান। এবার হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান হওয়ায় শেষ রক্ষা পায়নি হকাররা।
ফুটাপাতে বসে উচ্ছেদের স্বীকার একাধিক হকার জানান, শুক্রবার বন্ধের দিনে আমরা কিছু মাল লইয়্যা ফুটপাতে বইছিলাম। কিন্তু কই থেইক্যা পুলিশ অইয়্যা আমাগো সব মাল লইয়া চইলা গেল। মাল বেইচ্চা লাভ করমু তো দূরের কথা অহন উল্টা জরিমানা গুণতে হইবো আমাগো।
এ প্রসঙ্গে এক পথচারী বলেন, পুলিশ অভিযান চালায়, তবে পুলিশের ঢিলেঢালা অবস্থান থাকায় সুযোগ বুঝে হকাররা মালামাল বিক্রি করতে ফুটপাতে বসে যায়।
এসময় আক্ষেপের সুরে আরো কয়েকজন ভুক্তভুগী হকার বলেন, আমাগো নাকি ব্যবস্থা হইবো। কিন্তু করে? মেয়র, এমপি কেউই তো এখনো আমাগো কোনও ব্যবস্থা করলোনা। আমরা তো চুরি ডাকাতি করি না। সপ্তাহে দুইডা দিন ফুটপাতে বইতে চাইছিলাম। কিছু মাল বেইচ্চা বউ পোলপাইনের মুহে খাওন দিতে চাইছিলাম। এইডাই কি আমগো অপরাধ?
গত বছরের ২৫ ডিসেম্বর থেকে প্রশাসনের টানা উচ্ছেদ অভিযানের কারনে ফুটপাতে বসার সুযোগ না পেয়ে আন্দোলনে নামেন হকাররা। গত ১৬ জানুয়ারী এ নিয়ে চাষাড়ায় হকার এবং মেয়র আইভী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে হকার নেতবৃন্দ প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার হলিডে মার্কেটের মত ফুটপাতে মালামাল বিক্রির দাবী জানিয়েছিলেন। কিন্তু বিবি রোডে হকারদের কোন ক্রমেই বসতে না দেয়ার বিষয়ে অনড় অবস্থানে থাকেন সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী।