নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সদর সংবাদ দাতা ) : তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার সকল ধর্মাবলম্বীদের সাথে আছে। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ধর্মচর্চার জন্যেও দেশে শান্তি বজায় রাখতে হয়। সমাজে বিশৃঙ্ক্ষলা থাকলে শান্তিতে ধর্মচার্চা সম্ভব নয়। আজকে আমরা যে মহাপুরুষের কাথা স্মরণ করছি সেই শ্রী শ্রী রামকৃষ্ণহংসদেব। তিনি বলেছেন, অন্যের দোষ দেখার আগে নিজে দিকে দেখো। তোমারও দোষ কম নয়। ২১ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৩ তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার রাত সাড়ে ৯টায় রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে ‘সকলের মা সরদা’ শির্ষক এ আলোচনা সভায় সভাপত্বি করেন শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জসীমউদ্দিন হায়দার, এফবিসিসিআই এর সভাপতি প্রবির সাহা প্রমুখ।
তিনি আরও বলেন, ৭১ এর মহাযুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি তারা কোন মানুষ হত্যা করিনি। আমরা মানুষ রূপি পশু হত্যা করেছি। আমাদের এই স্বাধীন দেশেও আনেক মানুষ রূপী পশু আছে। সেই আলবদর রাজাকার, দেশদ্রোহীরা আজও অসাম্প্রদায়ীক বাংলাদেশকে জঙ্গীবাদের মাধ্যমে অশান্ত করতে চায়। তাই শান্তি চাইলে এই জঙ্গীদের,জঙ্গীর সঙ্গীদের ক্ষমতা রাজনীতির বাইরে রাখতে হবে। তাদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না। এক তরুণ কবি বলেছিলেন, আরেক মিছিলে যাই , পরক্ষনেই ফিরে আছি ফুল পাখি, নদী ও নারীর কাছে। সুতরাং যারা ভাবছেন আপনি ক্ষমতায় আছেন, ভাল আছেন। না, আমরা এখনো মিছিলেই আছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গী, সন্ত্রাস, দেশদ্রোহীদের নিমূলের যুদ্ধে আছি।