নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কারা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে কর্মসূূচির উদ্বোধন করেন ডা. আসাদুজ্জামান, এসম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কারাগারের ডেপুটি জেলার আব্দুস সেলিম ও তানিয়া জামান, রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক’র সহকারী পরিচালক মো. মহসীন, মনোরঞ্জন বালো ও মো. দেলোয়ার হোসেন।
কর্মসূচি বাস্তবায়ণে কাজ করেছেন নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার মাহফুজা আক্তার নিলা, আজীবন সদস্য মো. নাজমুল হক, যুব প্রধান এস এম আশরাফুল ইসলাম, বিভাগীয় প্রধান প্রশিক্ষণ মোঃ নবী হোসেন, জনসংযোগ পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া শারমিন উর্মি, যুব সদস্য প্রীতম কুমার দাস, আঁখি আক্তার প্রমুখ।