নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম. শামীম ওসমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা অবশ্যই পিতা-মাতা, শিক্ষক, মুরব্বীদের সবসময় সম্মান করবে, তাদের শ্রদ্ধা করবে, কারন পিতা-মাতা সন্তুষ্ট থাকলে মহান আল্লাহ তায়ালা তোমাদের উপর সন্তুষ্ট থাকবে, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহন করেছে, ইভটিজিং মুক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। গতকাল বিকালে মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠঅনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার, সুরাইয়া আশরাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, বিশিষ্ট সমাজসেবক ইব্রাহীম চেঙ্গিস, যুবলীগ নেতা, এহসানুল হক নিপু।
এমপি শামীম ওসমান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে কাজ করে যাচ্ছে তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা রয়েছে। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে। তোমাদের পাশে আমি ছিলাম, আছি এবং সবসময় থাকব। বিদ্যালয়ের উন্নয়নে তিনি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এসময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মাতার বিদ্বেহী আতœার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া পরিষদের সভাপতি সুলতানা বেগম রতœা, অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বার্ষিক ক্রীড়া পরিষদের সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন ও শিক্ষক মো. দেলোয়ার হোসেন।