নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে মৎসজীবী দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগর বিএনপির সাধারন সম্পাদক এটিএম কামাল বক্তব্যে বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু ১১ এর এই নীল নকশায় গড়া অবৈধ সরকারের আমলে জনগনের অধিকার আদায়ে স্বাধীন ভাবে কথা বলতে পারছি। এমন এক সময় মৎসজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে যখন দেশ ক্লান্তি লঘেœর মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। এই অনির্বাচিত সরকার দেশের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছে তা বলা যাচ্ছে না। তবে নেতাকর্মীদেরকে বলবো আপনারা ভয় পাবেন না অচিরেই দেশের অন্ধকার পরিবেশের দিন শেষ হয়ে আসছে এবং সূর্য উদয়ের সময় এসে পরেছে। আমি সকলকে আহবান করবো আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকবেন। তাহলে অবৈধ সরকার তত্ত্বাধায়ক সরকারের অধিনেই নির্বাচন দিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারকে আমি আহবান করবো আপনারা অচিরেই নির্বাচন দিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেন। কারন দেশের গনতন্ত্র নষ্ট করার অধিকার আপনাদের কারো নেই। জনগনের হাত থেকে বাচঁতে হলে এখনো সময় আছে আপনাদের সুবুদ্ধির উদয় ঘটান।
নানারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর মৎসজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাহা, আজিজ খন্দকার, লিঙ্কন খাঁন, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কোরবান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ঋৃষিকেশ মন্ডল মিঠু, যুবদল নেতা মহিউদ্দিন শিশির, পরিবহন শ্রমিক দল নেতা শহিদুল, বাদশা, মহানগর নগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমূখ।
সভাপতি জাহাঙ্গীর আলম রতন বলেন, সারা বাংলাদেশে এই স্বৈরাচার সরকারের দুঃশাসনে মিথ্যা মামলা ও হামলার শিকার হচ্ছেন আমাদের দলীয় নেতাকর্মীরা। শুধু আমাদের অপরাধ আমরা জনগনের অধিকার আদায়ের জন্য ন্যায কথা বলি। আগামী দিনে এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য নারায়ণগঞ্জে এটিএম কামাল ভাইয়ের মত ত্যাগী নেতা ও তারুন্যের অহংকার তারেক রহমানের আস্থাভাজন জাকির খাঁনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করবে মৎসজীবী দলের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে মৎসজীবী দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।