ভাষা সৈনিক ওসমান আলীর মৃত্যুবার্ষিকীতে কাপড় বিতরণ ও দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবিভক্ত বাংলার এম.এল.এ বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর প্রশংসিত সবুজ বাংলা পত্রিকার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ৫২ বাংলা ভাষা আন্দোলনের নির্যাতিত সৈনিক নারায়ণগঞ্জ এর খান সাহেব এম.ওসমান আলীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে কাপড় বিতরণ করেছে তার পরিবার।  সোমবার (১৯ মার্চ) দুপরে চাষাঢ়াস্থ নিজ বাসভবন ঐতিহ্যবাহী বাইতুল আমানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল শেষে কাপড় বিতরণ করেন তার পরিবারের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন,ভাষা সৈনিক এম ওসমান আলীর ২পুত্র আল মামুন সারোয়ার ননি,পল্লু সারোয়ার,নাতী নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর)আসনের জাতীয় সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমানের সহধমির্নী নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমানের সহধমির্নী সালমা ওসমান লিপি, নাতীন নীগার সুলতানা, মেয়ে লিলা সারোয়ার, টুনটুন সারোয়ার,পুত্রবধূ আলেয়া সারোয়ার,ডেইজী সারোয়ার,জাহানারা আমীরসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

add-content

আরও খবর

পঠিত