নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, এখন কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই সরকার তাকে হয় গুম, খুন, মামলা দিয়ে হয়রানী করছে। তারা এখন আইনী ব্যবস্থাকে পুরো নিয়ন্ত্রন করে নিজেদের ইচ্ছে মত রায় করাচ্ছে। যার ফলে দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডের নামে পুলিশি হেফাজতে নির্মমভাবে হত্যা করছে। কিন্তু দেশবাসী এর সুবিচার পাচ্ছে না। অনতিবিলম্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল আটককৃত নেতাদের মুক্তি সহ জাকির হত্যার বিচার দাবী করছি। সেই সাথে এই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাছি।
১৮ই মার্চ রবিবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংলগ্ন এলাকায় তেজগাও মিলন হত্যাকান্ড ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীতে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচীতে উপস্থিত নেতাকর্মীরা কালো ব্যাচ পরিধান করেন।
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন।
তিনি আরও বলেন, সত্যের পথে লড়াই করতে গিয়ে আজ জাকির হোসেন মিলনের মত নেতাদের অকালে প্রাণ হাড়াতে হচ্ছে। আমাদের উপর যতই জুলুম নির্যাতন নিপীড়ন করুন না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও মানুষের অধিকার আদায় না করে আমরা রাজপথ থেকে পিছপা হবো না।
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মানুষের অধিকার আদায়ে রাজপথে থাকার অপরাধে জাকির হোসেন মিলন এই নির্মম হত্যা কান্ডের শিকার হয়েছে। শুধু তাই নয় গুম, খুন করে মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার হরন করেছে এই অবৈধ সরকার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে গনতন্ত্র, বাক-স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে।
এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা এড. আনিছুর রহমান মোল্লা, সোলেইমান, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, মাহমুদুল হাসান মাসুম, জাহাঙ্গীর মিয়াজী, আরিফ আহম্মেদ গোগা, শওকত হোসেন লিটন, ফেদৌসুর রহমান, হারুন শেখ, হাফিজুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।