ফতুল্লায় ওসি কামালের বিদায়ী ও মঞ্জুর আগমনী সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন পিপিএম সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি হওয়ায় তার বদলী হয়েছে ঢাকা পুলিশের হেড অফিসে । আর ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে রোববার যোগদান করবে মো.মঞ্জুর কাদের। পুরানো অফিসার ইনচার্জ (এ.এসপি) কামাল উদ্দিনের বিদায় সংবাধর্না এবং সদ্য যোগদান কারী অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের কে সু স্বাগতম জানে ফতুল্লা মডেল থানা পুলিশের মাঝে চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন করছে থানার কনস্টেবল থেকে শুরু করে সকল অফিসারেরা।

ফতুল্লার চৌকশ অফিসার ইনচার্জ (সদ্য এ,এস,পি) কামাল উদ্দিন ফতুল্লা মডেল থানার হালচিত্র পরিবর্তন করতে পেরেছেন। আইন শৃঙ্খলা থেকে শুরু করে শৈল্পিক দিক দিয়ে জেলার মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন। ফতুল্লায় তিনি সকল শ্রেনির পেশাজীবীর কাছে সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। তিনি ব্যবসায়ী সাংবাদিক, রাজনীতিবীদ থেকে শুরু করে সাধারন জনগনসহ সবার কাছে গ্রহন যোগ্য সৃষ্টি করতে পেরেছেন। যা করেছে সাবেক ও.সি (বতর্মমান এ,এস,পি) জীবন কান্তি সরকার , সফিউল্লাহ পি,পিএম ।

এই দু‘জনকেও টপকিয়ে তিনি ফতুল্লার আরেক অন্যরূপী মানবতা প্রেমী অফিসার হিসেবে ফতুল্লাবাসীকে সেবা দিয়েছেন । তাঁকে কেহ ভুলবেনা যা প্রমান গত (শুক্রবার )জুম্মার নামাজে  পেয়েছেন ও.সি কামাল উদ্দিন। তিনি অত্যান্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। ইসলামের বিষয় তিনি যথেষ্ট জ্যান্তা ব্যক্তি ছিলেন। ফতুল্লায় মডেল থানায় যিনি আসছেন তিনিও যথেষ্ট চৌকশ অফিসার এই জেলার সবার পরিচিত ও.সি। তিনিও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ও সোনাগাঁও থানায় সুনামের সহিত কর্মদক্ষতার পরিচয় দিয়ে জনগনের সেবা প্রদান করে আসছে। যদিও সোনাগাঁও থানায় সংবাদকর্মীদের সাথে একটু বিরোধ লেগেছিল। কিন্তু তাও সমাধানে তিনি এগিয়ে এসে সমস্যা সমাধানের যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি অত্যন্ত বিচক্ষন অফিসার এ কথা কামাল উদ্দিনও বলেছেন। তাকে সবার সহায়তার হাত বাড়াতে হবে তাহলে শাহ-মঞ্জুর কাদেরও তার মতো  ফতুল্লাবাসীর প্রিয় মানুষ হতে পারবেন।

সচেতন মহলের দাবী তিনিও সবার সাথে সম্বন্বয় করে পুলিশি ভাবে কামাল উদ্দিনের মতো জনগন এর মনের কথা নিকট থেকে জানতে চেষ্টা করলে অবশ্যই তিনিও সবার কাছে আরেকটি কামাল উদ্দিন হতে পারবেন। যারা কান ভারী অফিসার ,সুযোগ সন্ধানী অফিসার আছে তাদের থেকে দূরে থেকে নিজেকে পরীক্ষিত নির্বাচক হলে তেল মারা অফিসারেরা পাত্তা না পেলে আর কান ভারী করতে পারবেনা । সে দিকেও তার নজর কড়া রাখতে হবে তাহলে সদরের সুনামের মঞ্জুর কাদের ফতুল্লায় সুনামের সহিত জনগনের সেরা ওসি হবেন এমনটাই বলছেন সচেতন মহল।

add-content

আরও খবর

পঠিত