নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক ইনটেলিজেন্স অফিসার (ডিআই-২) মঞ্জুর কাদের। ১৭ই মার্চ রোববার ফতুল্লা মডেল থানায় তিনি ওসি হিসেবে যোগদান করবেন। চৌকস এই পুলিশ কর্মকর্তা এরআগে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সোনারগাঁও থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়টি নিশ্চিত করে মঞ্জুর কাদের বলেছেন, ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনে আমি অর্ডার পেয়েছি। রোববার আমি অফিসিয়ালী ওসি হিসেবে ফতুল্লা মডেল থানায় দায়িত্ব গ্রহন করবো। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের এই থানাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো জননিরাপত্তা নিশ্চিতে মাদক ও সন্ত্রাস নির্মূলে আমার ভূমিকা অটল থাকবে।
এদিকে বর্তমান ওসি মো. কামাল উদ্দিন সম্প্রতি পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন।