পুলিশের সোর্স কলেজ ছাত্র খুন, আটক ৩

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ইফতিখার মুসফিক জয় (১৮) নামে এক পুলিশ সোর্সকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ১৩ মার্চ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় এঘটনা ঘটে। । পুলিশ নারায়ণগঞ্জ ৩ শ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে। রাজধানীর শনির আখড়ায় দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলএ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুন্নার ভাই ইব্রাহিম, মাসুম ও সোর্স আওলাদসহ ৩ জনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, ভোরের দিকে অজ্ঞাত তিনজন যুবক ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসে। নিহতের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ে জখমের চিহ্ন রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ী মুন্না, শাহ আলমের সঙ্গে কোন কিছু নিয়ে দ্বন্ধে খুন হয় জয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, যে তিন জন তাকে হাসপাতালে নিয়ে এসেছিল তাদের মধ্য থেকে একজন সহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের চিটাগাং এলাকায় মুন্নার মাদক স্পটে রাতের কোন এক সময় তাকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জয় থানার উপ পরিদর্শক (এস আই) রফিকের সোর্স হিসেবে কাজ করতো। তবে এস আই রফিক জানান শুধু তার সঙ্গে নয় সে অনেকের সোর্স হিসেবে কাজ করতো।

add-content

আরও খবর

পঠিত