নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্দর ও নারায়ণগঞ্জ সদর থানায় আরজু ভূঁইয়ার প্রায় ৪৩টি উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। এ যাবৎকালে বিভিন্ন দলীয় ও জাতীয় কর্মসূচি পালনের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন নিউজের পেপার ক্লিপস্ ও ফুটেজ আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাতে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া।
১২ই মার্চ সোমবার বিকেলে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার হাতে হস্তান্তর করার উদ্দেশ্যে তিনি সকল ডকুমেন্টস পৌছে দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার সকল কর্মসূচী সফলভাবে সম্পন্ন করায় এসময় অভিনন্দন জ্ঞাপন করেন উপ দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
এ সময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. আলী ভান্ডারী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুরুজ মিয়া, ধর্ম সম্পাদক গহন আলী দেওয়ান, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, মদনপুর ইউনিয়ন আ.লীগ নেতা মোজাম্মেল হক মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মঞ্জুর হোসেন, নাসিক ২১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মায়ানুর আহম্মেদ মায়া, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, আলিম, মদনপুর ইউনিয়ন মহিলা আ’লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া, সুমা আক্তার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সাথে ঢাকায় গমন করেন এবং পেপার ক্লিপস্ ও ফুটেজ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।