নাসিক ১৩ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে  স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে  ৯টা থেকে মাসদাইর এলাকার আদর্শ স্কুলে এ স্মার্ট কার্ড প্রদান করা হয়। তবে নির্ধারিত সময় সাড়ে ৪টা হলেও সেবার স্বার্থে সকল ভোটারের যথাযথ উপিস্থতি হওয়ায় র্কাযক্রমটি চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১২ মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২২ মার্চ পর্যন্ত ।

এব্যপারে  ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১০ দিন ব্যাপী ১৩ নং ওয়ার্ডবাসীর স্মার্ট কার্ড প্রদান করা হবে। আজ প্রথমদিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্মার্ট কার্ড  নেয়ার জন্য সকলেই উৎসাহিত ছিলো। তাই ওয়ার্ডের ভোটারদের যথাযথ উপস্থিতি হয়। যেকারণে সময় বর্ধিত হলেও যারা এসেছিলেন সকলেই স্মার্ট কার্ড নিয়ে বাড়ি ফিরেছেন।

১৩নং ওয়ার্ডভুক্ত অন্যান্য এলাকাগুলো যেদিন পাবেন :

১৩নং ওয়ার্ডে ৩২৮৬৯ টি কার্ড প্রদান করা হবে। গড়ে প্রতিদিন সাড়ে ৩ হাজার নাগরিক স্মার্ট কার্ড পাবে। যারা পূর্বের পরিচয়পত্র হারিয়ে ফেলেছে তারা ব্যাংকে ৩৪৫ টাকা জমা দিয়ে সাথে করে হারিয়ে যাওয়া পরিচয়পত্রের জিডি কপি আনতে হবে।
আগামী ১২ মার্চ আল্লামা ইকবাল রোড (ফতুল্লা) ও গলাচিপা কলেজ রোড (ফতুল্লা) এলাকার পুরুষদের ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

১৩ মার্চ আল্লামা ইকবাল রোড (ফতুল্লা) ও গলাচিপা কলেজ রোড (ফতুল্লা) এলাকার মহিলা ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

১৪ মার্চ শেরে বাংলা রোড, মাসদাইর এলাকার পুরুষ ও ১৫ মার্চ মহিলা ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করবে।

১৬ মার্চ নিউ চাষাড়া জামতলা (ফতুল্লা)  এইচ কে ব্যানার্জী রোড, নবাব সিরাজউদৌল্লাহ রোড, ঈশা খাঁ রোড, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এলাকার পুরুষ ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

১৮ মার্চ নিউ চাষাড়া জামতলা (ফতুল্লা)  এইচ কে ব্যানার্জী রোড, নবাব সিরাজউদৌল্লাহ রোড, ঈশা খাঁ রোড, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এলাকার মহিলা ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হবে।

১৯ মার্চ বঙ্গবন্ধু রোড, নবাব সলিমুল্লাহ রোড, কে.বি সাহা বাইরেন, আর.কে গুপ্ত রোড, কে সি নাগ রোড, কে বি সাহা রোড (১ম অংশ), কে.বি সাহা রোড (২য় অংশ) এলাকার পুরুষ ভোটারদের স্মার্ট কাড প্রদান করা হবে।

২০ মার্চ বঙ্গবন্ধু রোড, নবাব সলিমুল্লাহ রোড, কে.বি সাহা বাইরেন, আর.কে গুপ্ত রোড, কে সি নাগ রোড, কে বি সাহা রোড (১ম অংশ), কে.বি সাহা রোড (২য় অংশ) এলাকার মহিলা ভোটারদের স্মার্ট কাড প্রদান করা হবে।

২১ মার্চ আল্লামা ইকবাল রোড, ডি এন রোড (১ম অংশ), কলেজ রোড (১ম অংশ) কলেজ রোড (২য় অংশ), এ. সি. ধর রোড (উত্তর পাশ), এ. সি. ধর রোড (দক্ষিন পাশ) এলাকার পুরুষ ভোটারদের স্মার্ট কাড প্রদান করা হবে।

২২ মার্চ আল্লামা ইকবাল রোড, ডি এন রোড (১ম অংশ), কলেজ রোড (১ম অংশ) কলেজ রোড (২য় অংশ), এ. সি. ধর রোড (উত্তর পাশ), এ. সি. ধর রোড (দক্ষিন পাশ) এলাকার পুরুষ ভোটারদের স্মার্ট কাড প্রদান করা হবে।

add-content

আরও খবর

পঠিত