নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুইজন সদস্য নিহত হয়েছে। সোমবার ১২ মার্র্চ ভোরে সদর উপজেলার আলীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুইজন র্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ব্যপারে র্যাব-১১এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, ভোর রাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাব-১১এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১ টি গুলির খালি খোসা, ০৫ রাউন্ড কার্তুজ, ১ টি রামদা ও ০১ টি চাপাতি উদ্ধার করে।
এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থার প্রক্রিয়াসহ পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।