ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ফতুল্লায়  ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টায় সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের দুই বগির মাঝখানে বসেছিলেন নিহত যুবক। এ সময় ট্রেন ইসদাইর বাজার পেরিয়ে আসলে হঠাৎ ভারসাম্য হারিয়ে পরে যান তিনি। এতে তাৎক্ষণিক ভাবে তার মৃত্যু ঘটে। লাশ উদ্ধারে ফতুল্লা থানা পুলিশকে অবগত করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যপারে ফতুল্লা থানার ডিউটি অফিসার জানান, ঘটনাটি আমরা অবগত হয়েছি। ব্যাবস্থা নেয়া হচ্ছে।

add-content

আরও খবর

পঠিত