নারী দিবস উপলক্ষ্যে মানব কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : সময় এখন নারীর, উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবনধারা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মহিলা অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজিত মানববন্ধনে সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবি সংগঠন মানব কল্যাণ পরিষদ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ে নারী দিবসের মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের এমপি এডভোকেট হোসনে আরা বাবলী। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াছমিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হামিদ মিয়া। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলে বারি ছাড়াও প্রশাসনের উর্দ্ধতন মহল উপস্থিত ছিলেন।

মানববন্ধনে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়ার সহ সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক মোঃ কামাল প্রধান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম, ডব্লিউ এস.ই এর সভানেত্রী মাহফুজা আক্তার, সংগঠনের সক্রিয় কর্মী মোস্তফা, মোঃ হাবিবুর রহমান, মোমেন ইসলাম, রাকিবুল ইসলাম, মরিয়ম আক্তার মিম, মাহিনুর, জিতু আক্তার, নুপুর, বৃষ্টি, নিপা, ইলমা, জান্নাতুল ফেরদৌস সুরুভি, আশামনি ও সুমাইয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত