বন্দর ইউএনও’র সরকারী বাস ভবনে চুরি! অবশেষে মামলাটি ডিবিতে হস্তান্তর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীনের সরকারী বাস ভবনে চুরি মামলাটি থানা পুলিশ কোন ক্লু উদঘাটনও মালামাল উদ্ধারে ব্যার্থ হয়ে অবশেষে ডিবি পুলিশে হস্তান্তর করেছে। ২৮ ফেব্রুয়ারী রবিবার বন্দর থানার ইনসেম্পক্টর (তদন্ত) নজরুল ইসলাম মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করে। এখন মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। গত ৩ মাস পূর্বে ইউএনও মিনারা নাজমীন ছুটিতে নিজ জেলা খুলনায় চলে গেলে খালি বাসা পেয়ে অজ্ঞাত চোরেরা ভবনের জনালা ভেঙ্গে ভবনে প্রবেশ করে হীরার গহনা, সরকারী টেপসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাবাদ করেছে। কিন্তু পুলিশ এ চুরির ঘটনায় কোন তথ্য উদঘাটন করতে না পেরে অবশেষে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশে হস্তান্তর করে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত