ফতুল্লা মডেল থানার আইন শৃঙ্খলা উন্নতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা সংবাদ দাতা) : ফতুল্লার মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত ফেব্রুয়ারী মাসের ২৮ দিনে বিভিন্ন অপরাধে মামলা রুজু হয়েছে ১০১টি। এর মধ্যে মাদক জনিত মামলা রুজু হয়েছে ৭৫টি। এই মাসে ফতুল্লা মডেল থানা পুলিশ ২২ লাখ ৮০ হাজার ৬শ টাকরা বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। ফেব্রুয়ারী মাসে অপমৃত্যু মামলা রুজু হয়েছে ৪টি। ফতুল্লা মডেল থানার সার্বিক বিষয় আইন শৃঙ্খলা জেলার অন্যান্য থানার চেয়ে অনেক উন্নতি এবং নিয়ন্ত্রণে এমনটাই দাবী থানা পুলিশ ও এলাকাবাসীর।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মজিবুর রহমান ও ষ্টেটম্যান অফিসার এ,এস,আই রফিকুল ইসলাম-২ জানান, ফতুল্লা মডেল থানায় গত ফেব্রুয়ারী মাসের ২৮ দিনে মোট ১০১ টি মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো, ধর্ষন ২টি, শিশু নির্যাতন ৩টি,চুরি মামলা ৩টি,নারী নির্যাতন মামলা ৩টি,  মারামারি (আদার সেকশন) মামলা ১৫টি, মাদকদ্রব্য মামলা ৭৫টি। এর মধ্যে ডিবি‘১৪টি গ্রেপ্তার ১৭ জন, মাদকদ্রব্যে নিয়ন্ত্রন অধিদপ্তরের ৪টি, গ্রেপ্তার ৪জন, এবং র‌্যাব-১১ এর মাদক মাদলা ১টি গ্রেপ্তার ১ জন। শুধু মাত্র ফতুল্লা থানা পুলিশ কর্তৃক উদ্ধার জনিত মাদকদ্রব্য হলো, ১৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ২০ গ্রাম ,গঁজা ২২ কেজি ৮শ গ্রাম গাঁজা । মাদকসহ থানা পুলিশ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ  মোট ২২ লাখ ৮০ হাজা ৬শ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।

ফতুল্লা থানা পুলিশ আরো জানান, গত ফেব্রুয়ারী মাসে থানা পুলিশ মোট ৩২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে। থানা পুলিশ গত মাসে জি.আর ওয়ারেন্ট তামিল ৭৫টি এবং সি.আর তামিল করেছে ৪০টি। আদলাত কর্তৃক সাজা দেয়া ওয়ারেন্ট তামিল ৪টি।
ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন জানান, তার থানার অফিসারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আগের তুলনায় অফিসারের সংখ্যা অনেক কম। তারপরও তার থানাধীন এলাকায় মাদক ও ক্রাইম নিয়ন্ত্রণে আছে।

এলাকাবাসী ও ব্যবসায়ী মহল জানান মো. কামাল উদ্দিন যোগদানের পর থেকেই থানার আইন শৃঙ্খলা অন্যান্য থানার চেয়ে অনেক উন্নতি। তিনি ও তার  অফিসারেরা প্রত্যেক মাসেই জেলা পুলিশ সুপারের আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার পেয়ে আসছে। এছাড়া সামাজিক বিভিন্ন সংগঠনেও তিনি পুরস্কার পেয়ে আসছে। সুতরাং তিনি ফতুল্লা থানার অভিভাবক হিসেবে যথেষ্ট সচেতন ও কর্মঠ আছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. শরফুদ্দীনের  তৎপরতায় ফতুল্লার থানার সার্বিক দিক দিয়ে অনেক উন্নতি ।

add-content

আরও খবর

পঠিত