নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড পরিচয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশনের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরউদ্দিন মোল্লাকে (৩৫) সপরিবার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এমএম সালাহউদ্দিনের ছোট ভাই।
এ ব্যাপারে শনিবার ২৭ জানুয়ারী দুপুরে ফতুল্লাা মডেল থানায় ভুক্তভোগী নিজে সাধারণ ডায়রী করেন। যার নম্বর-১৫২৬। একই সঙ্গে তিনি ঘটনাটি নারায়ণঞ্জের এসপি ড. খন্দকার মহিদ উদ্দিন ও র্যাব-১১ এর সিইওকে জানান।
ভুক্তভোগী নুরউদ্দিন মোল্লাা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা সস্তাপুর এলাকার মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার ছেলে।
জি.ডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নূরউদ্দিন মোল্লা তার অসুস্থ বাবা মুক্তিযোদ্ধা মো. জালাল মোল্লাকে দেখতে বৃহস্পতিবার রাতে ফতুল্লা আসেন। শনিবার ২৭ জানুয়ারী সকাল ১০ টা ২৮ মিনিটে ০১৮৬৮-১০৬৫৯৩ নম্বর মোবাইল ফোন থেকে কল করে মাধ্যমে জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচয় দিয়ে তার বাহিনীর অনেক সদস্য জেলে আছে বলে জানায়।
তাদের জেল থেকে ছাড়াতে প্রচুর টাকা প্রয়োজন। এজন্য ঐ বিএডিসি কর্মকর্তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঐ মুক্তিযোদ্ধার সন্তানকে সপরিবারে হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানালে পরিনতি ভয়াবহ হবে বলেও হুমকি দেয়া হয়।
এদিকে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিএডিসি প্রাতিষ্ঠানিক ইউনিটের সভাপতি ড. আফরোজা খানম ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, বিএডিসি কর্মকর্তা মো. নূরউদ্দিন মোল্লা সংগঠনটির সহ-সভাপতি।