নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার এনায়েতনগরের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ ন্যাপের সাবেক সভাপতি,শামসুল হকের ১৩ তম মৃত্যু বার্ষিকী বুধবার (২৮ ফ্রেবুয়ারী)। এ উপলক্ষ্যে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মাসদাইর পৌর কবরস্থানে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ,কোরানখানি ও কাঙ্গালি ভোঁজের আয়োজন করা হয়েছে।
২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন শামসুল হক। ১৯৮৪ সালে এনায়েতনগর ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শামসুল হক অত্যান্ত দৃঢ়তার সাথে ন্যাপের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযদ্ধের সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। ব্যাক্তি জীবনে তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। ফতুল্লার এনায়েতনগরে ঐতিহ্যবাহী হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা ছিলেন এই মহান ব্যাক্তি। কর্মজীবনে তিনি ছিলেন একজন আয়কর উপদেষ্টা।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৮টায় শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাসদাইর কবরস্থানে পুস্পস্তবক অর্পণ,দিন ব্যাপী কোরআন খানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হক মাসুদ সকলের কাছে শামসুলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।