নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান, সোনারগাঁ প্রতিনিধি ): নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের মহাসড়কের দুই পাশের অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদ করার অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়ক ঘেষে গড়ে উঠা অসংখ্য অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়। পুর্বনোটিশ ও আইনানুগদিক গুলো মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান (সওজ)এ কর্মরত থাকা ব্যক্তি। এছাড়াও তিনি আরো বলেন গতকাল রাতে এই এলাকায় মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে যে আজ এই অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
উচ্ছেদ চলাকালীন সওজ এর এই কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে মহাসড়কের এই ব্যস্ততম রাস্তাটিকে করে তুলেছে সরু। যার কারনে সবসময় দীর্ঘ যানজট ও ফুটপাতে চলতে জনগনের অসুবিধা হয়। তাই আমরা পুর্ব ঘোষণা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।
এসময় প্রায় কয়েক হাজার পাকা, আধা পাকা ও টিনশীটে তৈরি দোকান মালামালসহ ভাঙা হয়। অনেকেই আবার দোকানের মাল কিছুটা হলেও সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
সরেজমিনে দেখা গেছে যে, উচ্ছেদকৃত দোকানগুলোর মধ্যেই বেশিরভাগ দোকানেই তাদের মালামাল রয়েগেছে।অনেকক্ষতিগ্রস্ত দোকানদার কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলছে তারা আগে জানতো না যে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালিত করা হবে। যদি তারা আগে থেকে জানতো তাহলে তাদের আজ এমন করে নিঃস্ব হতে হতো না। এই অভিযানের ফলে দোকানদারদের প্রায় অর্ধশত কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেছে বলে তারা অভিযোগ করেন। উল্লেখ্য যে অভিযান চলাকালীন পুলিশবাহিনী প্রহরা ছিল চোখে পড়ার মতো।