সাবেক ছাত্রদল নেতা ওসি ইসমাঈল প্রত্যাহার, মনিরুজ্জামানের যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাঈল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যার পর তাকে রূপগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মনিরুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলা থেকে এসেছেন। তবে কি কারণে ইসমাইল হোসেনকে আকষ্মিক প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি। সম্প্রতি ওসি ইসমাইল হোসেনকে নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয় ছাত্রদলের নেতা পরিচয়ে ইসমাইল হোসেন পুলিশে যোগ দেন।

সূত্র জানায়, ইসমাইল হোসেন ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে এসআই পদে যোগ দেন। তখন চাকরির জন্য সুপারিশ করেছিলেন কাঞ্চন পৌর এলাকার বিএনপি নেতা ও তাঁর ভগ্নিপতি করমউদ্দিন। চাকরির জন্য সুপারিশপত্রে স্পষ্ট পরিচয় উল্লেখ ছিল ইসমাইল নরসিংদী সরকারি কলেজের শাখা ছাত্রদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর মাধ্যমে তিনি চাকরিতে যোগদান করেন। সম্প্রতি ওসি ইসমাইল একটি বিলাসবহুল গাড়ি নিয়েছেন আবাসন কম্পানি প্রাইম রিভারভিউ থেকে। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিলমন্দিতে। সেখানে নামে-বেনামে ৫৬ বিঘা সম্পত্তি কিনেছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরের সুবাস্তু টাওয়ারে রয়েছে তার কোটি টাকার ফ্ল্যাট।

পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাসে রূপগঞ্জ এলাকায় ১৮টি হত্যাকন্ড ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য রূপগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ হাসান, কাঞ্চন পৌর যুবলীগের নেতা মিজানুর রহমান ও ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন হত্যাকান্ড।

add-content

আরও খবর

পঠিত