মহিলা দল নেত্রীদের মুক্তির দাবী এড. তৈমূরের

নারায়ণগঞ্জ বার্তা ২৪(ষ্টাফ রিপোর্টার ): কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কালো পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচী পালনকালে পুলিশ জলকামান থেকে জল নিক্ষেপ করে নেতা-কর্মীদের আহত সহ গ্রেফতার করে নিয়ে যায়। এরা হলেন-নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী রাজপথের লড়াকু সৈনিক রাশিদা জামাল, যুগ্ম সম্পাদক ডলি আহমেদ, আড়াইহাজার থানার মহিলা দল নেত্রী সাদিয়া পপি, সিদ্ধিরগঞ্জ থানার মহিলাদল নেত্রী শারমিন আক্তারকে সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়।

উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার নিঃশর্ত মুক্তির দাবী জানান। এছাড়াও মুক্তির দাবী জানান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরকার আলম ও মহানগর যুব দলের অন্যতম নেতা ১৪ ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ পারভেজ আলম। তারা বলেন, সরকার হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় যা বাংলার জনগণ কখনোই মেনে নিবে না। যত গ্রেফতার ততই আন্দোলন। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে যাব। কিন্তু অগণতান্ত্রিক সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পরিকল্পিত ভাবে হামলা গ্রেফতার চালিয়ে ও সর্বশেষ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। কোন সরকারই হামলা-মামলা নির্যাতন চালিয়ে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারে নাই। অতএব এ সরকারও তা পারবে না। তিনি সর্বশেষ শহীদ জিয়ার সৈনিকদের রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানান।

add-content

আরও খবর

পঠিত