নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা) : ফতুল্লার দেলপাড়া এলাকায় এক সন্তানের জননী পরকিয়া প্রেমের টানে সন্তান স্বামী রেখে ঘরের আসবাবপত্র নিয়ে চম্পট মেরেছে। এ ঘটনায় স্বামী ফতুল্লা মডেল থানায় একটি হারানো জিডি দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, বরগুনা জেলার আমতলী থানাধীন এলকার পলিন হাওলাদারের মেয়ে দিপালী আক্তার কলি (২৯) কে ভালোবেসে বিবাহ করেছে আবুল কালাম (৪৫)। সে ফতুল্লা থানাধীন কুতুবপুরের দেলপাড়া এলাকার মৃত টুকু বেপারীর ছেলে । তাদের দাম্পত্য জীবনে রিয়ামনি (৭) নামের একটি কন্যা সন্তান রয়েছে। কলি পরকিয়ার টানে স্বামীর সাথে প্রায়ই ঝগড়া বিবাদ চলে।
গত ১৭ ফেব্রুয়ারী কলি তার গৃহের মালামাল আসবাবপত্র নিয়ে রিয়ামনিকে ফেলে পালিয়ে যায়। এলাকার সবাই বলে পরকিয়ার টানে কলি তার কোলের শিশুটিকে ফেলে চলেগেছে। এব্যাপারে স্বামী আবুল কালাম ফতুল্লা থানায় একটি হারানো জিডি দায়ের করেছে। কলির অভিভাবকদের দবিী কালাম তার স্ত্রীকে রীতিমত মারধর ও নানাভাবে শাররীক মানশিক ভাবে নির্যাতন করে আসছে। তার নির্যাতন সহ্য করতে না পেরে কলি তদার বাবার বাসায় চলেগেছে।