আইলপাড়া সড়ক মরহুম আঃ আলী ফকির নামকরণ করার দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী আইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে নতুন আইলপাড়া সংযোগ সড়কটি গুণী ব্যক্তিত্ব ও নিবেদিত সমাজসেবক মরহুম আব্দুল আলী ফকিরের নামে নামকরণ করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।

মানব কল্যাণ পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টায় সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রগতিশীল নেতা হাফিজুর রহমান, মরহুম আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা সাচ্্, হাজী হারুন-অর-রশিদ, ইদ্রিস আলী, কামরুল হাসান শাকিল, গোলাম মর্তুজা আকাশ, মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সচিব জিএম মোস্তফা, শিক্ষা উন্নয়ন সচিব মোঃ নিজাম উদ্দিন, সমাজকর্মী মোঃ মোমেন ইসলাম, মোঃ শামীম, ফয়সাল সরকার, রাকিবুল ইসলাম, সাজিয়া আক্তার আখি, জিতু আক্তার, ইলমা আক্তার, মরিয়ম আক্তার মীম, ঋতু খান, জান্নাতুল ফেরদৌসী, সুরভী, নিপা, আশামনি, নূপুর আক্তার ও হোসনা আরা প্রমুখ।

মরহুম আব্দুল আলী ফকিরের ছেলে মোঃ আব্দুল মোতালেব বলেন, আমার বাবা নতুন আইলপাড়া পাঠানটুলী এলাকায় যথেষ্ট সমাজ উন্নয়নে কাজ করেছে, তাই সকলেই আমার বাবাকে যেভাবে মূল্যায়ণ করছে সেজন্য আমি ও আমার পরিবার সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন আব্দুল আলী ফকির। তিনি এলাকায় যেমন রাস্তা-ঘাট, ড্রেন, বিদ্যুৎ, গ্যাস ও পানির জন্য যেভাবে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন সমাজ উন্নয়নে, তেমনি ভাবে আমাদেরও সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। দ্রুত নতুন আইলপাড়া সংযোগ সড়কটি মরহুম আব্দুল আলী ফকিরের নামে নামকরণ করার জন্য মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর মেয়ার ডাঃ সেলিনা হায়াত আইভী ও ৮নং ওয়ার্ডের সিটি কাউন্সিলর রুহুল আমিন মোল্লার কাছে জোর দাবী জানান।

add-content

আরও খবর

পঠিত