নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা প্রর্দশনের কর্মসূচী থেকে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের ৬ নেত্রী গ্রেফতার হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১০টায় ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের আহবায়ক রাশিদা জামাল, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ফৌজিয়া আক্তার পপি, সোনারগা থানা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, আড়াইহাজার মহিলা দলের মরিয়ম আক্তার ও মহানগর মহিলা দল নেত্রী ডলি আহম্মেদ।
প্রতক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে র্পূব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচীতে সকাল থেকেই বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন। কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতেই নারায়ণগঞ্জ থেকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা, মহানগর, ও উপজেলা কমিটির নেত্রীরা। কর্মসূচি শুরুর আগে থেকেই দফায় দফায় পুলিশি বাধায় পড়ে বিএনপি নেতাকর্মীরা। এসময় নারায়ণগঞ্জের এই ৬ নেত্রীসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।